পাগলে কি না বলে...
লিখেছেন লিখেছেন পাগলা বাবা ২৯ মে, ২০১৩, ০২:০৫:৫৭ দুপুর
এক জনৈক ছাগলের তিন নম্বর বাচ্চার স্ট্যাটাস দেখলাম
তাই এই স্ট্যাটাসটা দিচ্ছি!!!! তাকে নিয়ে মন্তব্য পরে করব!
আগে বিষয়টা বলা খুবই জরুরী!!!
তার স্ট্যাটাসে সে উদ্ধৃতি দিয়েছে যে, ডা জাকির নায়েক
নাকি তার এক লেকচারে বলেছেন, "কুর'আনে ভূল আছে(!)"।
আর সেই জনৈক ছাগল তাহার স্ট্যাটাসে বলিলেন, জাকির
নায়েক উইলিয়াম ক্যাম্পবেইল এর
সাথে একটা লেকচারে নাকি একটা কুরআনের
বিষয়ে ব্যাকরণগত ত্রুটি নিয়ে কোন নাস্তিক প্রশ্ন করায়,
এরূপ বলেছেন!!
এবার বলি, সেই লেকচারটা আমি অন্তত ৫ বারের উপর
দেখেছি, এখন আরেকবার দেখলাম। শিকাগোতে "কুর'আন
এবং বাইবেল-আধুনিক বিজ্ঞানের আলোকে"(ছাগলের বাচ্চার
উদ্ধৃতিটা আমিই দিলাম)
সেখানে এক প্রশ্নোত্তর পর্বে এক নাস্তিক দাবী করেছিল
কিছু কুরআনের আয়াত দিয়ে যে, কুর'আনে আরবী ব্যাকরণগত
ত্রুটি আছে!
প্রত্যুত্তরে জাকির নায়েক স্যার সেই নাস্তিকের
উদ্ধৃতি দেয়ার বইটার লেখকের নাম সহ বলে দিলেন, অতঃ পর
বললেন, "কুর'আনই হল আরবী ব্যাকরণের মূল উৎস!
আরবী ব্যাকরণের মূল মাপকাঠি বা স্কেল হল কুর'আন!! তাই
কুর'আন দিয়ে অন্য আরবীকে বিচার করতে হবে, অন্য
আরবীদিয়েই আপনি কিভাবে মূল উৎস
বা স্কেলকে কিভাবে পরিমাপ করেন?!! সুতরাং কুর'আনে কোন
ত্রুটি নেই, ভূলটা আপনার বইয়ের আরবীর ব্যাকরণেই!!"
যারা লেকচারটা দেখেছেন তারা নিশ্চই জাকির নায়েকের
এই উত্তরটা দেখেছিলেন!!
তাহলে আমি এইটাই বুঝলাম উক্ত ছাগলের বাচ্চার জাকির
নায়েক স্যারকে নিয়ে এত্ত বড় মিথ্যাচার করার উদ্দেশ্য
কি????!!!
বিষয়: বিবিধ
১২১৮ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন